Admin প্রকাশিত: বৃহস্পতিবার , ৫ জানুয়ারী , ২০২৩
বিশ্বকাপে পাওলো দিবালা বলতে গেলে সুযোগই পাননি আর্জেন্টিনার হয়ে মাঠে নামার। চোট নিয়ে কাতার গেলেও বিশ্বকাপের মধ্যেই চোট থেকে সেরে উঠেছিলেন তিনি। কিন্তু তারপরেও কোচ লিওনেল স্কালোনি তাঁকে খেলাননি। তাঁর কৌশলের সঙ্গে দিবালা মেলেননি দেখেই প্রায় গোটা বিশ্বকাপই আর্জেন্টিনার ডাগ আউটে বসে কেটেছে তাঁর। তবে সেমিফাইনাল ও ফাইনালে কিছু সময় খেলার সুযোগ মিলেছিল তাঁর। টাইব্রেকারে গোল করে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়েও অবদান রেখেছেন তিনি।
খেলার তেমন সুযোগ না হলেও দিবালা বিশ্বকাপজয়ী ফুটবলার। ছুটি কাটিয়ে তিনি তাঁর ক্লাব এএস রোমায় ফিরেছেন বিশ্বজয়ী ফুটবলার হিসেবেই। ক্লাবে ফিরেই দারুণ মহানুভবতার পরিচয় দিয়েছেন আর্জেন্টাইন ফুটবলার। নিজেদের বিশ্বকাপ জয়ের পদক দিয়েছেন রোমার জাদুঘরে। এখানে ঐতিহাসিক অন্যান্য স্মারকের সঙ্গে সাধারণ ভ্রমণকারীরা দেখতে পাবেন দিবালার বিশ্বকাপ পদকটিও।