Admin প্রকাশিত: বৃহস্পতিবার , ৫ জানুয়ারী , ২০২৩
বিদায়ী ২০২২ সালে বিশ্বে দুটি বড় ঘটনা ঘটেছে। এক, বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটি পার হয়েছে। দুই, বিশ্ব অর্থনীতির আকার ১০০ ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে। এই অর্থনীতিতে কোন দেশের হিস্যা কত, এই প্রতিবেদন তা নিয়ে।
ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টে প্রকাশিত এই প্রতিবেদনের তথ্য-উপাত্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নেওয়া। দেশগুলোর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) নিরিখেই এ হিসাব করা হয়েছে। একটি দেশের অভ্যন্তরে অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি বড় নির্ণায়ক জিডিপি। একটি দেশে, একটি নির্দিষ্ট সময়ে সরকারি ও বেসরকারি খাতের পুরো অর্থনৈতিক কর্মকাণ্ডের (পণ্য ও পরিষেবা—সবই) মোট মূল্য উঠে আসে জিডিপিতে।