• ঢাকা
  • শুক্রবার , ৩ মে , ২০২৪
Logo

নির্বাচনী প্রচারে ত্রিপুরায় আসছেন অমিত শাহ, করবেন রথযাত্রার উদ্বোধন

Admin প্রকাশিত: বৃহস্পতিবার , ৫ জানুয়ারী , ২০২৩

শেয়ার করুনঃ
নির্বাচনী প্রচারে ত্রিপুরায় আসছেন অমিত শাহ, করবেন রথযাত্রার উদ্বোধন

আর কয়েক মাসের মধ্যেই পূর্ব ভারতের বাংলাদেশঘেঁষা রাজ্য ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তার আগে, বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ ত্রিপুরার রাজধানী আগরতলায় পৌঁছবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর তিনি দুটি রথযাত্রার উদ্বোধন করবেন।

সাধারণত নির্বাচনী প্রচারের অংশ হিসেবে প্রচারকে আরও জনপ্রিয় করতে বিজেপি বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রে রথযাত্রার আয়োজন করে। সেই উদ্দেশ্যেই ত্রিপুরায় বৃহস্পতিবার দুটি রথযাত্রার উদ্বোধন হবে। ত্রিপুরার দুই প্রান্ত থেকে রথ নিয়ে দলের নেতা ও কর্মীরা পুরো রাজ্য সফর করবেন। বৃহস্পতিবার দুটি রথযাত্রারই উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১২টা নাগাদ, প্রথম যাত্রার সূচনা হবে উত্তর ত্রিপুরার ধর্মনগর অঞ্চলে। বেলা দুইটার দিকে অপর যাত্রাটি শুরু হবে দক্ষিণ ত্রিপুরার সব্রুম থেকে। এ যাত্রার নাম দেওয়া হয়েছে ‘জনবিশ্বাস যাত্রা’।

দুই রথযাত্রার মাধ্যমে, ত্রিপুরাবাসীর কাছে সরকারের সাফল্য তুলে ধরবে রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকার। ২০১৮ সাল থেকে ত্রিপুরায় ক্ষমতায় রয়েছে বিজেপি। কিন্তু প্রতিষ্ঠানবিরোধী হাওয়া ক্রমেই জোরদার হওয়ায় বর্তমানে ত্রিপুরায় উদ্বেগে বিজেপি। এই উদ্বেগ স্পষ্টভাবে উচ্চারিত হয় ২০২২ সালের মাঝামাঝি, যখন তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবকে সরিয়ে মানিক সাহাকে মুখ্যমন্ত্রী করে কেন্দ্রীয় বিজেপি। দীর্ঘ সময় কংগ্রেস দলের সঙ্গে যুক্ত থাকা মানিক সাহা ২০১৬ সালে বিজেপিতে যোগ দিয়ে মাত্র ছয় বছরের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী হন। বিষয়টি নিয়ে ত্রিপুরা বিজেপির মধ্যে ক্ষোভ রয়েছে। তবে গত এক বছর ক্ষমতায় থাকার সুবাদে দলের মধ্যে বাড়তে থাকা ক্ষোভ কিছুটা নিয়ন্ত্রণ করতে পেরেছেন সাহা। বৃহস্পতিবার অমিত শাহ যে যাত্রার সূচনা করবেন, তা ৬০টি বিধানসভা কেন্দ্রের হাজার কিলোমিটার পথ অতিক্রম করবে। সব্রুমে রথযাত্রার সূচনা করে বৃহস্পতিবার বিকেলে আগরতলায় ফিরবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর তিনি দিল্লির উদ্দেশে রওনা দেবেন বলে সরকারিভাবে জানানো হয়েছে।

Admin
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • ‘ভারত জোড়ো যাত্রা’ বিজেপিকে বিপর্যস্ত করে তুলছে
    ‘ভারত জোড়ো যাত্রা’ বিজেপিকে বিপর্যস্ত করে তুলছে
  • ১৮ হাজার কর্মী ছাঁটাই করছে অ্যামাজন
    ১৮ হাজার কর্মী ছাঁটাই করছে অ্যামাজন
  • প্রতিনিধি পরিষদে স্পিকার নির্বাচন: ষষ্ঠ দফার ভোটেও ম্যাকার্থির হার
    প্রতিনিধি পরিষদে স্পিকার নির্বাচন: ষষ্ঠ দফার ভোটেও ম্যাকার্থির হার
  • দোররা ফিরেছে, তালেবান শৃঙ্খলে আটকে গেছে নারীর জীবন
    দোররা ফিরেছে, তালেবান শৃঙ্খলে আটকে গেছে নারীর জীবন
  • টুইটারে আবার ফিরছে রাজনৈতিক বিজ্ঞাপন
    টুইটারে আবার ফিরছে রাজনৈতিক বিজ্ঞাপন
  • বাংলাদেশ বিশ্ব অর্থনীতিতে কোথায়, বড় অর্থনীতির ১০ দেশ কোনগুলো
    বাংলাদেশ বিশ্ব অর্থনীতিতে কোথায়, বড় অর্থনীতির ১০ দেশ কোনগুলো
  • বিশ্বকাপ পদক রোমাকে ‘ধার’ দিলেন দিবালা
    বিশ্বকাপ পদক রোমাকে ‘ধার’ দিলেন দিবালা
  • অখ্যাত ইন্টারসিটির বিপক্ষে কষ্টের জয় বার্সার
    অখ্যাত ইন্টারসিটির বিপক্ষে কষ্টের জয় বার্সার
  • মার্তিনেজের বিশ্বকাপ জয়ের পদক পাহারায় ২৪ লাখ টাকার কুকুর
    মার্তিনেজের বিশ্বকাপ জয়ের পদক পাহারায় ২৪ লাখ টাকার কুকুর
  • ইতালিতে এসএসসি ও এইচএসসি প্রোগ্রামে বাংলাদেশিদের জন্য ভর্তির সুযোগ
    ইতালিতে এসএসসি ও এইচএসসি প্রোগ্রামে বাংলাদেশিদের জন্য ভর্তির সুযোগ
Logo