• ঢাকা
  • শুক্রবার , ১৩ সেপ্টেম্বর , ২০২৪
Logo

চিনির আমদানি শুল্ক কমাতে এনবিআরে চিঠি দেওয়া হবে

Admin প্রকাশিত: বৃহস্পতিবার , ৫ জানুয়ারী , ২০২৩

শেয়ার করুনঃ
চিনির আমদানি শুল্ক কমাতে এনবিআরে চিঠি দেওয়া হবে

অন্যান্য দেশের তুলনায় দেশে চিনির দাম বেশি। সে কারণে রমজান মাসকে সামনে রেখে আমদানি শুল্ক কমাতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। একইসঙ্গে বর্তমান পরিস্থিতি বিবেচনায় ভোজ্যতেলের দাম বাড়বে না বলেও জানিয়েছেন তিনি।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, চিনির দাম অন্যান্য দেশের তুলনায় একটু বেশি। এ বিষয়ে আলোচনা হয়েছে, আমরা চিন্তা করছি আমরা একটা চিঠি পাঠাব যাতে করে যে ডিউটি (শুল্ক) আছে রমজান মাসকে সামনে রেখে সেটা যেন পুনরায় বিবেচনা করা হয়। বর্তমান পরিস্থিতিতে পেঁয়াজ ও ছোলা—এগুলোর বাজার ভালো আছে। আন্তর্জাতিক বাজারে দামও বাড়েনি। ভোজ্যতেল সয়াবিন ও পাম তেলের আন্তর্জাতিক বাজারে যে দাম বেড়েছে, তেমনটা নয়। এগুলোর বাজারদর ভালো অবস্থায় আছে। এ ধারা অব্যাহত থাকলে আগামীতে দাম বাড়বে না। তবে এক্ষেত্রে ডলারের বিপরীতে টাকার রেট স্থির থাকতে হবে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, তবে বিনিময়ের যে টেন্ডেন্সিটা আমরা দেখছি, সেটা ভালোর দিকেই আছে। এলসি খোলার বিষয়ে কিছু সমস্যা আছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে। আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলব। আশা করি আমরা সেটাও ওভারকাম করতে পারব।

Admin
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

Logo