• ঢাকা
  • শুক্রবার , ৩ মে , ২০২৪
Logo

ভালোবাসার ক্লাবে যেতে নিজেই দিলেন দলবদলের খরচ

Admin প্রকাশিত: বৃহস্পতিবার , ৫ জানুয়ারী , ২০২৩

শেয়ার করুনঃ
ভালোবাসার ক্লাবে যেতে নিজেই দিলেন দলবদলের খরচ

গাবো লোয়াইজা ফুটবলের কেউ নন। তিনি সুইডিশ বাস্কেটবল লিগের দল উমেয়াও বিএসকেটির সহকারী কোচ। লুকাস পেরেজ যা করেছেন, তা দাগ কেটে গেছে লোয়াইজার মনেও। তাঁর টুইট, ‘একধরনের ফুটবলার আছেন, যাঁরা সৌদি আরব কিংবা কাতারে গিয়ে মিলিয়নের ঘরে আয় করে অবসর নেন। আর আছেন লুকাস পেরেজের মতো ফুটবলার, যিনি ভালোবাসার দলে ফিরতে পকেট থেকে আধা মিলিয়ন খরচ করে শীর্ষ বিভাগ থেকে দুই ধাপ নিচে নামতেও পিছপা হন না।’

নিশ্চয়ই ভাবছেন, এই লুকাস পেরেজটা আবার কে? ক্রিস্টিয়ানো রোনালদোর মতো ডাকাবুকো কেউ নন। তবে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড ক্লাবের প্রতি ভালোবাসার রেফারেন্স পয়েন্ট হতে পারেন। ছোট করে তাঁর কাণ্ডটা আগে জানানো যাক। এলচে ছেড়ে গত বছরের ৩১ জানুয়ারি কাদিজে যোগ দেন পেরেজ। চুক্তি ছিল দেড় বছরের। কাদিজ এবার লা লিগা পয়েন্ট টেবিলে অবনমন অঞ্চলে (১৯তম) আছে। কিন্তু লা লিগায় এ মৌসুমে কাদিজের হয়ে পেরেজের চেয়ে বেশি গোল (১৪ ম্যাচে ৩ গোল) কেউ করতে পারেননি। পেরেজ চাইলে স্পেনের শীর্ষ স্তরের এ লিগেই থাকতে পারতেন কিংবা পরে চুক্তির মেয়াদ বাড়াতে পারতেন, অন্তত এখন যে বেতন পান, সেটাও ধরে রাখতে পারতেন। কিন্তু ওই যে, পৃথিবীর সব মানুষ এক হয়

Admin
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বিশ্বকাপ পদক রোমাকে ‘ধার’ দিলেন দিবালা
    বিশ্বকাপ পদক রোমাকে ‘ধার’ দিলেন দিবালা
  • অখ্যাত ইন্টারসিটির বিপক্ষে কষ্টের জয় বার্সার
    অখ্যাত ইন্টারসিটির বিপক্ষে কষ্টের জয় বার্সার
  • মার্তিনেজের বিশ্বকাপ জয়ের পদক পাহারায় ২৪ লাখ টাকার কুকুর
    মার্তিনেজের বিশ্বকাপ জয়ের পদক পাহারায় ২৪ লাখ টাকার কুকুর
  • ২০২২ সালে জাল অক্ষত রাখায় সবচেয়ে এগিয়ে দুই ব্রাজিলিয়ান গোলরক্ষক
    ২০২২ সালে জাল অক্ষত রাখায় সবচেয়ে এগিয়ে দুই ব্রাজিলিয়ান গোলরক্ষক
  • রোনালদোর সৌদি–অভিষেক পিছিয়ে দিচ্ছে কিশোর জ্যাকব হার্ডিং
    রোনালদোর সৌদি–অভিষেক পিছিয়ে দিচ্ছে কিশোর জ্যাকব হার্ডিং
  • সিলেট স্ট্রাইকার্স: ভাগ্য বদলাবে মাশরাফি-মুশফিকে?
    সিলেট স্ট্রাইকার্স: ভাগ্য বদলাবে মাশরাফি-মুশফিকে?
  • প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে যে কারখানা
    প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে যে কারখানা
Logo