Admin প্রকাশিত: মঙ্গলবার , ৩ জানুয়ারী , ২০২৩
যোগেন্দ্র যাদব: আপনি জানেন, অন্যরাও, আমি কংগ্রেসের সঙ্গে কখনো যুক্ত ছিলাম না। বরং তাদের সমালোচনা করেছি। তাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। যেমন ২০১১–২০১২ সালের বিখ্যাত দুর্নীতিবিরোধী ও লোকপাল আন্দোলন। কিন্তু এখন দেশ যে সংকটের মধ্য দিয়ে চলেছে, তাতে বাকি সব ঢাকা পড়ে গেছে। এই মুহূর্তের সবচেয়ে বড় বিষয় ভারতীয় প্রজাতন্ত্রের ভিত অটুট রাখা। সংবিধান প্রতিদিন লঙ্ঘিত হচ্ছে। স্বাধীনতাসংগ্রাম ও দক্ষিণ এশীয় সভ্যতার মূল্যবোধগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে। ভারতীয় প্রজাতন্ত্র আজ প্রবল সংকটের মুখে। এই অবস্থায় ক্ষুদ্র রাজনৈতিক সংঘাত আমার কাছে অর্থহীন। বাড়িতে যখন আগুন লাগে, তখন সেটা নেভানোই সবচেয়ে বড় কাজ। কে কোন রঙের বালতি ভরে পানি আনছে, কার সঙ্গে বাক্যালাপ বন্ধ, সেসব ভাবা তখন অপ্রাসঙ্গিক। ইতিহাসের এই সন্ধিক্ষণে রাহুল গান্ধী ও কংগ্রেস পার্টি এই অধঃপতন রুখতে উদ্যোগী হয়েছেন। ঘৃণা ও মিথ্যার রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। সেই কারণে দ্বিধাহীন চিত্তে এই যাত্রায় সঙ্গী হয়েছি। এর অর্থ এই নয় যে আমরা কংগ্রেস কিংবা রাহুল গান্ধীকে এগিয়ে নিতে ভূমিকা রাখছি। কংগ্রেসের বিরোধিতা আগে করেছি, প্রয়োজন হলে ভবিষ্যতেও করব। কিন্তু এই সন্ধিক্ষণে নয়।