Admin প্রকাশিত: শনিবার , ৭ জানুয়ারী , ২০২৩
একটা সময় মনে করা হতো, কেবল বয়স বাড়লেই বুঝি টাক পড়ে। সেই ধারণা বদলে গেছে অনেক আগেই। এখন আর টাক পড়ার জন্য বয়সের প্রয়োজন হয় না। অল্প বয়সেও অনেকের টাক পড়ে যাচ্ছে। পুরুষের ক্ষেত্রে এই টাক পড়ার সমস্যা অনেক বেশি দেখা যায়।
অল্প বয়সে টাক পড়লে তা কেবল সৌন্দর্যহানি করে না, সেইসঙ্গে কমিয়ে দেয় আত্মবিশ্বাসও। অতিরিক্ত চুল পড়া ও নতুন চুল না গজানো এই টাক পড়ার মূল কারণ। আমাদের খাদ্যাভ্যাস হতে পারে এই সমস্যার জন্য দায়ী। আপনি যেসব খাবার খাচ্ছেন, তার প্রভাব শরীরে পড়বেই। জেনে নিন এমন ৪ খাবার সম্পর্কে যেগুলো অতিরিক্ত খেলে টাক পড়ার ঝুঁকি বেড়ে যায়-