• ঢাকা
  • শুক্রবার , ১৩ সেপ্টেম্বর , ২০২৪
Logo

ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য ১০ নির্দেশনা

Admin প্রকাশিত: বৃহস্পতিবার , ৫ জানুয়ারী , ২০২৩

শেয়ার করুনঃ
ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য ১০ নির্দেশনা

দায়িত্ব নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে ‘স্মার্ট ছাত্রলীগ’ শিরোনামে নেতাকর্মীদের জন্য দশ সাংগঠনিক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। রোববার (২৫ ডিসেম্বর) ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত ৎ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয়া হয়। নির্দেশনাগুলো হলো—

১) সংগঠনের ব্যানার, পোস্টার ও অন্যান্য ক্ষেত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারের সদস্য ছাড়া অন্য কোনো ছবি ব্যবহারের ক্ষেত্রে সাংগঠনিক নির্দেশনা মেনে চলতে হবে।

২) জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় শাখা সম্মেলন ছাড়া সেগুলোর অধীনের কোনো ইউনিটের কমিটি গঠন করা যাবে না। যেসব ইউনিটের কমিটি পূর্ণাঙ্গ হয়নি, দ্রুততম সময়ের মধ্যে সেগুলো কেন্দ্র/সংশ্লিষ্ট ইউনিটে পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে হবে। গঠনতন্ত্রে উল্লেখিত সংখ্যার অধিক সদস্য নিয়ে কোনো ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা যাবে না।

৩) গঠনতন্ত্রে উল্লেখিত সময়ে প্রতিটি ইউনিটকে অবশ্যই নিয়মিত নির্বাহী সভা আয়োজন করতে হবে।

৪) সংশ্লিষ্ট ইউনিটের নেতাদের অবশ্যই নিজ নিজ ইউনিটে সার্বক্ষণিক উপস্থিত থাকতে হবে এবং সাংগঠনিক কর্মকাণ্ডে উত্তরোত্তর গতিশীলতা আনতে নানামুখী উদ্যোগ নিতে হবে।

৫) সব স্তরের নেতাকর্মীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও নিয়মিত সাংগঠনিক কর্মকাণ্ড প্রচার করতে হবে; দেশবিরোধী সব অপচেষ্টা, গুজব-প্রোপাগান্ডার ‘সমুচিত’ জবাব দিতে হবে।

৬) বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসাসহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ বজায় রেখে সাংগঠনিক কর্মসূচি পরিচালনা করতে হবে। শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি বিষয়ের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

৭) ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে 'স্মার্ট ক্যাম্পাসে’ রূপ দিতে ও শিক্ষার্থীদের যুগোপযোগী উপায়ে দক্ষতা বাড়াতে সহায়ক কর্মসূচি নিতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে।

Admin
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • ‘ইভিএম’ কিংবা ‘ব্যালটে’ কোনওটাতেই আপত্তি নেই : কাদের
    ‘ইভিএম’ কিংবা ‘ব্যালটে’ কোনওটাতেই আপত্তি নেই : কাদের
  • নৌকার মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহবান
    নৌকার মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহবান
  • আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হলেন
    আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হলেন
  • বিএনপির নেতৃত্বে আর কোনও জোটে নয় : কাদের সিদ্দিকী
    বিএনপির নেতৃত্বে আর কোনও জোটে নয় : কাদের সিদ্দিকী
  • আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন আজ
    আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন আজ
  • ‘নেত্রীর ইচ্ছার প্রতিফলন হবে কাউন্সিলে’
    ‘নেত্রীর ইচ্ছার প্রতিফলন হবে কাউন্সিলে’
  • প্রধানমন্ত্রী ও তার পরিবারের সাথে সময় কাটালেন অ্যান ডি হেনিং
    প্রধানমন্ত্রী ও তার পরিবারের সাথে সময় কাটালেন অ্যান ডি হেনিং
  • ফাঁদ পেতে এলসি খুলে হাজারো কোটি টাকা পাচার, নিরীহরা এখন হয়রান
    ফাঁদ পেতে এলসি খুলে হাজারো কোটি টাকা পাচার, নিরীহরা এখন হয়রান
Logo